Logo

“তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না”

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৪
14Shares
“তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না”
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থেকে যেতে পারে না।

তিনি যুবসমাজকে আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই জাতির প্রকৃত চালিকাশক্তি। তাদের উদ্যম ও উদ্ভাবনী শক্তি যখন সক্রিয় হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রা থামাতে পারে না।

তিনি উল্লেখ করেন, তরুণদের অবদান এখন শুধু শিক্ষাক্ষেত্রে নয়; স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিহাসে যেমন তরুণরা আন্দোলন ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তেমনি আজও তারা পরিবর্তনের অগ্রদূত।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ আসবেই। হোক তা জনস্বাস্থ্যের সংকট, শিক্ষার ঘাটতি বা পরিবেশগত বিপর্যয়। কিন্তু হতাশ না হয়ে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেসব অতিক্রম করা সম্ভব।

স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু মানবসেবার জন্য নয়, বরং আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের মাধ্যমও বটে।

বিজ্ঞাপন

তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, “আজকের পুরস্কার কেবল স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য আহ্বান। আরও সাহসী হও, নেতৃত্ব দাও এবং সমাজকল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, যিনি সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD