নির্বাচন কমিশন ও কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এটির উদ্যোক্তা হিসেবে কাজ করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
বিজ্ঞাপন
এছাড়া, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়াও একই বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এসব সংশোধনী অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।