Logo

বাংলাদেশের মানবাধিকার ভূমিকার প্রশংসা করেছে ইইউ প্রতিনিধিদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৪১
29Shares
বাংলাদেশের মানবাধিকার ভূমিকার প্রশংসা করেছে ইইউ প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদের মানবাধিকার উপকমিটির প্রতিনিধিদল বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে প্রতিনিধিদল এ সন্তুষ্টি প্রকাশ করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো মৌলিক অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা।

বিজ্ঞাপন

এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে অংশ নিয়েছে, যার মধ্যে জোরপূর্বক গুম প্রতিরোধ সনদ এবং নির্যাতন বিরোধী কনভেনশনে যোগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন অনুসন্ধান মিশনের আসন্ন সফরকে স্বাগত জানান এবং নির্বাচন কমিশনের প্রতি ইইউর সমর্থনের প্রশংসা করেন।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিবেশের উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করে। তারা সরকারের অব্যাহত সংলাপের মনোভাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং ভোটাধিকার চর্চার আকাঙ্ক্ষার প্রশংসা করে।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের প্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমর্থন অব্যাহত রাখবে। তার মতে, বিশ্বব্যাপী গণতন্ত্র নানা সংকটের মধ্য দিয়ে গেলেও বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক পথে এগোচ্ছে।

বৈঠকে প্রতিনিধিদল মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে। তারা সীমিত সম্পদ নিয়েও দীর্ঘ সময় ধরে মানবিক সহায়তা প্রদানের জন্য সরকারের টেকসই প্রচেষ্টার প্রশংসা জানায়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকটে ইইউর অব্যাহত মনোযোগ কামনা করেন এবং মানবিক সহায়তার ঘাটতি পূরণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ইইউর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD