Logo

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে মেরুদণ্ড সোজা করার আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৬
15Shares
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে মেরুদণ্ড সোজা করার আহ্বান
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে সতর্কবার্তা দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, যেকোনো সময় মব ভায়োলেন্স সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি মোকাবেলায় কমিশনকে সাহসী হতে হবে এবং মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএন নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, প্রচলিত ধাঁচে নির্বাচন করলে ভয়াবহ পরিণতি হতে পারে। তাই ইসিকে দৃঢ় অবস্থান নিতে হবে। প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং উদ্যোগকে স্বাগত জানানো হলেও, এটি বিতর্কের জন্ম দিতে পারে বলে সতর্ক করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, অপপ্রচার ও এআই-নির্ভর কনটেন্ট নিয়ন্ত্রণে বিশেষ কৌশল নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

তাদের পরামর্শে বলা হয়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের হাতে দিতে হবে। এছাড়া জাতীয় প্রতীক শাপলা কোনো রাজনৈতিক দলকে না দেওয়ার সিদ্ধান্তে ইসিকে অনড় থাকার প্রশংসা করা হয়। শুধু একক প্রার্থী নয়, সব আসনে ‘না ভোট’ প্রবর্তন এবং নারী ভোটারের অংশগ্রহণ ও নিরাপত্তা বাড়াতেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সংলাপে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবারের নির্বাচনকে দেশের জন্য এক মোড় পরিবর্তনের সময় উল্লেখ করে বলেন, “ইসিকে সঠিক পথে হেঁটে উঁচু নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, “অতীতের কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি, এবার মেরুদণ্ড সোজা করে তা দেখাতে হবে।” আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার সতর্ক করে বলেন, “গতানুগতিক স্টাইলে নির্বাচন হলে তার পরিণতি অনুমেয়।”

বিজ্ঞাপন

সংলাপ শেষে সিইসি এএমএন নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় প্রগতিশীল ও গণতান্ত্রিক চিন্তার প্রতিফলন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং এবার একটি মাইলফলক হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD