জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সইয়ের বিষয়ে আশাবাদী আইন উপদেষ্টা

রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আলোচনায় নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবেন।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আইন উপদেষ্টা।
আরও পড়ুন: দুই ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ
ড. আসিফ নজরুল বলেন, “আমরা দেখেছি, সব রাজনৈতিক দলই নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়েছে। আমি নিশ্চিত নই তারা শেষ পর্যন্ত কী করবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই নিষ্ঠার ধারাবাহিকতায় সবাই সনদে সই করবেন।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “মূল মতভেদ রয়েছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি মনে করি, সবাই এতে সই করবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “যখনই অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখনই নির্বাচন নিয়ে নানা শঙ্কা দেখা দেয়। তবে আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে কোনো দ্বিতীয় চিন্তা নেই।”