‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে হঠাৎ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে এই ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
সনদ বাস্তবায়নের কৌশল ও রাজনৈতিক মতবিরোধের কারণে যে জট তৈরি হয়েছে, তা নিরসন করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞাপন
এর আগে কমিশনের সদস্যরা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। তিনিই এই কমিশনের প্রধান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সন্ধ্যার বৈঠকে অংশ নিতে প্রতিটি রাজনৈতিক দলকে দুইজন প্রতিনিধির নাম বিকেল চারটার মধ্যে কমিশনে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রেরিত প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল জানিয়েছেন— “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ বিষয়ে দ্বিতীয় কোনো মত নেই।”