Logo

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৩:১২
13Shares
ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব। অপরদিকে, জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। দলে আরও রয়েছেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা করবে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, “সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।”

বিজ্ঞাপন

আগামী বছর রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। বৈঠকে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনা যেমন আছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাবও রয়েছে। তবে গণভোট কবে হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চলতি মাসে নির্বাচন কমিশনের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আলোচনার কথা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD