Logo

‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৫, ১৮:২৪
8Shares
‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই
ছবি: সংগৃহীত

বাংলা কিশোর সাহিত্যকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেওয়া কিংবদন্তি লেখক এবং ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, রকিব হাসান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছিল। চিকিৎসাধীন অবস্থায় ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে শৈশব ও কৈশোর কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও লেখালেখির টানে ছেড়ে দেন চাকরি। সাহিত্যই হয়ে ওঠে তার জীবনের মূল অনুপ্রেরণা।

রকিব হাসানের প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, আর নিজের নামে প্রথম অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা। পরবর্তীতে তিনি অনুবাদ করেন অ্যারাবিয়ান নাইটস এবং এডগার রাইস বারোজের টারজান সিরিজ। তবে ছোটদের জন্য লেখা তার তিন গোয়েন্দা সিরিজই তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি ও পাঠকপ্রিয়তা।

বিজ্ঞাপন

কিশোর পাঠকদের মন জয় করা তিন গোয়েন্দা ছাড়াও তিনি লিখেছেন তিন বন্ধু ও গোয়েন্দা কিশোর মুসা রবিন সিরিজ। তার হাতে রচিত তিন গোয়েন্দা সিরিজের বইয়ের সংখ্যা ১৬০টি, আর অনুবাদকৃত বই প্রায় ৩০টি।

বাংলা সাহিত্যের ইতিহাসে রকিব হাসান এমন এক নাম, যিনি কিশোরদের জন্য রহস্য-রোমাঞ্চের জগৎ তৈরি করে গেছেন এক অনন্য উচ্চতায়। তার মৃত্যুতে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD