প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের খবর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলি, কিন্তু বাস্তবে তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না। পাসপোর্টের ক্ষেত্রে তারা দেশে বসবাসকারীদের চেয়ে বেশি ফি দেন, যা অন্যায্য। আমরা সেই পার্থক্য দূর করতে যাচ্ছি। শিগগিরই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখেন প্রবাসীরা। তাই তাদের প্রতি সম্মান ও সেবার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনেক সময় প্রবাসীরা বিভিন্ন দূতাবাস বা কনস্যুলেটে সঠিক সেবা পান না, যা পরিবর্তনে আমরা উদ্যোগ নিচ্ছি।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিশ্বের সব দেশেই যেখানে বাংলাদেশি দূতাবাস রয়েছে, সেখানে প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি হ্রাসের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, বিমান ভ্রমণ ও দেশে ফেরার সময় যেন তারা উন্নত সেবা পান, সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, “আমরা চাই, প্রবাসীরা বিমানবন্দর থেকে শুরু করে দেশের ভেতরে প্রবেশ পর্যন্ত যেন সেরা সেবা পান। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
বিজ্ঞাপন
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। তাদের জন্য সম্মান, সুবিধা ও সেবা বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”