Logo

হঠাৎ পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৯:৪২
127Shares
হঠাৎ পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

পুলিশ হেডকোয়ার্টার্স সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে অর্থ হাতানোর চেষ্টা করা প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এবং ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অর্থ দাবি করছে।

পোস্টে বলা হয়েছে, আইডিতে কোনো ব্যক্তির ছবি থাকা মানে ফোন নম্বরটি সেই ব্যক্তিরই বলে ধরে নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

পুলিশ সকলকে এ ধরনের মেসেজে সাড়া না দিতে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, প্রতারক চক্রের কোনো কর্মকাণ্ড পুলিশ নজর এড়াতে পারবে না। এ ধরনের কার্যকলাপে যুক্ত কেউ থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই সতর্কবার্তার মাধ্যমে জনগণকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করা এবং সরকারি কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্য। জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো অনির্বাচিত বা অজানা সূত্র থেকে অর্থের দাবি করলে তা অবিলম্বে উপেক্ষা করতে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক এবং প্রতারণাকারীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD