নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সরকার নেওয়ার জন্য সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সঙ্গে আমার চূড়ান্ত আলোচনা ১৫ নভেম্বর হবে। ইতিমধ্যেই আমরা জুমে আলোচনা করেছি। তারা আমাদের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। তবে কিছু রিকমেন্ডেশন দিয়েছেন, যেমন রাজস্ব আয় বাড়ানো, যা এখনো আমাদের চ্যালেঞ্জ। বিশেষ করে ট্যাক্স-জিডিপি রেশিও কম হওয়া, এনবিআর কার্যক্রম বন্ধ থাকার প্রভাব, এসব বিষয় সমাধান করা দরকার।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আইএমএফ আরও পরামর্শ দিয়েছে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য খাতে ব্যয় বৃদ্ধি করার। খাদ্যখাতের ব্যবস্থাপনাটা মোটামুটি ভালো হচ্ছে। তবে পুরো সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা এটাকে এমনভাবে প্রস্তুত করবো, যাতে আগামী সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে পৌঁছানো যায়।
সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতকেও উল্লেখ করেন- আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকিং সেক্টর। যা শুরু হয়েছে, তা মোটামুটি চলছে, বাকিগুলো আস্তে আস্তে সম্পন্ন হবে। এগুলো আগামী সরকারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন কোনো তাত্ক্ষণিক প্রয়োজন নেই। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন সাপেক্ষে পুনঃমূল্যায়ন করবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা ট্যাক্স বিষয়ক একটি স্বাধীন কমিটি গঠন করেছি। তারা সুপারিশ করবে এবং আমরা সেটি আগামী সরকারের জন্য প্রস্তুত রাখব।








