মাঠ থেকে সরানো হচ্ছে না সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অন্তত ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। তাদের কোনো অংশ এখনই সরানো হচ্ছে না।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আসন্ন নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মাঠে থাকা অব্যাহত রাখবে। এমনকি ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সম্পর্কিত কোনো ধরনের নিরাপত্তাজনিত আশঙ্কা নেই।
এর আগে ৫ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল সেনাদের অর্ধেককে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন জানিয়েছেন, প্রত্যাহারের বিষয়ে আমাদের চিঠি এসেছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিজ্ঞাপন
সেনা কর্মকর্তা জানান, গত ১৫ মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চুরি যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই এবং তারা নির্বাচনী ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সক্রিয় থাকবেন।








