আরব আমিরাতে রপ্তানি হচ্ছে তিনটি বাংলাদেশি ল্যান্ডিং ক্রাফট

বাংলাদেশে তৈরি তিনটি ল্যান্ডিং ক্রাফট শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশ্যে রপ্তানি করা হচ্ছে। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজগুলো আজ (২০ নভেম্বর) মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
রপ্তানি করা জাহাজগুলোর নাম মায়া, এসএমএস এমি এবং মুনা। বর্তমানে কর্ণফুলী নদীর তীরে এগুলো প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিটি ল্যান্ডিং ক্রাফটই ইউএই ভিত্তিক ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। এগুলো মূলত অফশোর সাপ্লাই, মালবাহী পরিবহন এবং সমুদ্র বাণিজ্যের বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। হস্তান্তরের পর জাহাজগুলো আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
বিজ্ঞাপন
তিনটি ল্যান্ডিং ক্রাফটের দৈর্ঘ্য ৬৯ মিটার, প্রস্থ ১৬ মিটার এবং ড্রাফট ৩ মিটার। আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাসের মানদণ্ড অনুযায়ী নির্মিত এই জাহাজগুলো ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রায় ৭০০ বর্গমিটার ক্লিয়ার ডেক স্পেস থাকার কারণে এগুলো ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহনের জন্য উপযুক্ত।
আরও পড়ুন: রোমান হত্যার বিচার চেয়ে মায়ের একক লড়াই
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি জাহাজের চাহিদা বাড়ছে। তিনটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর আমাদের জন্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, এটি পুরো দেশের জাহাজনির্মাণ শিল্পের জন্যও একটি ইতিবাচক বার্তা।








