ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট

জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশে থাকা বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে শুরু করেছেন। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে রিটার্নিং অফিসার প্রাপ্ত ব্যালট খামসহ ভোট বাতিল করবেন।
বিজ্ঞাপন
বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে ভোটার নিবন্ধন থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
আরও পড়ুন: রোমান হত্যার বিচার চেয়ে মায়ের একক লড়াই
পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং অফিসার খাম খোলার সময় প্রথমে ঘোষণাপত্রটি স্বাক্ষরযুক্ত কিনা পরীক্ষা করবেন। যদি যথাযথ স্বাক্ষর না থাকে, তবে সেই খাম খোলা হবে না এবং ঘোষণাপত্রটি বাতিল হিসেবে সংরক্ষিত হবে। একই সঙ্গে প্রাপ্ত ব্যালট পেপারও বাতিল খামের সঙ্গে সংরক্ষণ করা হবে।
বিজ্ঞাপন
পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা ভোটাররা অনলাইনে আবেদন করে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হলে বাংলাদেশ ডাক বিভাগ তাদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠাবে। ভোটার প্রতীক বরাদ্দ পেলে, প্রার্থীদের তালিকা দেখে পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

ভোট শেষে ব্যালট পুনরায় খামে বন্ধ করে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাতে হবে। ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট প্রেরণের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
আরও পড়ুন: কমনওয়েলথ মহাসচিব আজ ঢাকায় আসছেন
বিজ্ঞাপন
ইসি পোস্টাল ব্যালটের জন্য ভোটার নিবন্ধনের সময়সীমা ও অন্যান্য প্রক্রিয়ার বিস্তারিতও পরিপত্রে উল্লেখ করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা প্রায় এক কোটি বাংলাদেশি ভোটারও নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হবেন।








