জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

সাম্প্রতিক দুই দিনে ধারাবাহিক ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়তে থাকায় দেশের ভূমিকম্প–পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত মোট চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা এ বৈঠকে বসেছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনা ঘটে।
রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বিজ্ঞাপন








