Logo

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ৫ দফা দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:২১
59Shares
পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ৫ দফা দাবি
ছবি: সংগৃহীত

আগামী বছরের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সমাবেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সকালেই সচিবালয় সড়কের নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, তাদের সংগঠনের সঙ্গে ১২৪টি শাখা যুক্ত রয়েছে, যা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দীর্ঘদিন বিলম্বিত হচ্ছে, যা এখন আর সহ্যযোগ্য নয়। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করা উচিত।

সমাবেশে পাঁচ দফা দাবি হলো-

১. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি ও ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়ন।

বিজ্ঞাপন

২. টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ব্যবস্থা পুনঃস্থাপন এবং সচিবালয়ের মতো নিয়োগবিধি প্রণয়ে জাতীয় সার্ভিস কমিশন গঠন।

৩. ওয়ার্কচার্জ, কন্টিনজেন্ট পেইড, মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ।

৪. ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল, শূন্যপদে রাজস্বখাতে নিয়োগ এবং ব্লকপোস্টে পদোন্নতি নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৫. আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সমাবেশে সূচনা বক্তব্য দেন চেয়ারম্যান নোমানুজ্জামান।

বিজ্ঞাপন

অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা তাদের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। সরকারের প্রতি আহ্বান, ঘোষিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি ও দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। না হলে গণকর্মচারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD