Logo

পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় লটারির মাধ্যমে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪০
49Shares
পুরোনো ওসিদের ঘুরেফিরে বিভিন্ন থানায় লটারির মাধ্যমে বদলি
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৬টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করেছে। তবে নতুন কোনো কর্মকর্তা নিয়োগ করা হয়নি; শুধুমাত্র ইতিমধ্যে সিএমপির বিভিন্ন থানায় কর্মরত পুরোনো ওসিদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।

কমিশনার জানান, লটারির মাধ্যমে এসব বদলি কার্যকর করা হয়েছে যাতে নির্বাচনী সময়ে সুষ্ঠু ও নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করা যায়।

অফিস আদেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ পদায়নগুলো হলো-

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় পদায়ন।

সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, পাঁচলাইশ থানার ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন চান্দগাঁও, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বায়েজিদ বোস্তামী থানায় বদলি।

খুলশী থানার ওসি শাহীনুর আলম কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ চকবাজার থানায় পদায়ন।

হালিশহর থানার ওসি নুরুল আবছার পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি।

বিজ্ঞাপন

কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলাম খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসান হালিশহর, ইপিজেড থানার ওসি কামরুজ্জামান আকবরশাহ থানায় পদায়ন।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি শাখায় নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে নগরের ইপিজেড থানায় এখনও নতুন ওসি পদায়ন হয়নি।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, বদলি কার্যক্রম লটারির মাধ্যমে করা হয়েছে যাতে কোন পক্ষপাতমূলক সিদ্ধান্ত না হয়। এটি নির্বাচনকালীন সময়ের নিরাপত্তা ও প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD