Logo

হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, উপড়ে ফেলা হবে

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৩ ডিসেম্বর, ২০২৫, ২১:০০
6Shares
হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, উপড়ে ফেলা হবে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত অবস্থায় চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি। হাদির ওপর হামলাকারীদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, আমরা তা উপড়ে ফেলব।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী করেছে। তবে তারা সফল হবে না।

ভবিষ্যত নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ বদ্ধপরিকর। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং এবারের নির্বাচনে মানুষের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।

বিজ্ঞাপন

শেষে তিনি সবাইকে অনুরোধ করেন, বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD