Logo

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনও ‘আশঙ্কাজনক’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৫
9Shares
ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনও ‘আশঙ্কাজনক’
ওসমান হাদি | ফাইল ছবি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ ও ক্লিনিক্যালি অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে হাদির চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে এক চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুক এ তথ্য জানিয়েছেন। বৈঠক সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির আজকের রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও রয়েছে। ফলে তার মস্তিষ্কের অবস্থাকে ‘খুবই খারাপ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে এবং লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চলমান রাখা হয়েছে। তবে চিকিৎসকরা উল্লেখ করেছেন, কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে এবং দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) সম্পর্কিত পূর্ববর্তী সমস্যা বর্তমানে অপরিবর্তিত থাকলেও নতুন কোনো সংকট দেখা দেয়নি। তবে প্রধান উদ্বেগের বিষয় এখনও মস্তিষ্ক, বিশেষ করে ব্রেন স্টেম ইনজুরি গুরুতর অবস্থায় রয়েছে। অপারেশনের বিপরীত পাশ থেকে মস্তিষ্ক সামান্য চাপ দিচ্ছে, যা উদ্বেগজনক।

বিজ্ঞাপন

বিদেশে স্থানান্তরের বিষয়ে চিকিৎসক জানিয়েছেন, একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে এবং সেই সামারি কোনো বিদেশি হাসপাতালে পর্যালোচনা করলে রোগীকে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য দেশে নেওয়া হবে কি না, তা এখন নিশ্চিত নয়। এছাড়া, শারীরিকভাবে বিদেশে স্থানান্তরের মতো স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড়ো প্রশ্ন।

চিকিৎসকরা পুনরায় বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং মস্তিষ্কের অবস্থাই এখনও সবচেয়ে গুরুতর ও আশঙ্কাজনক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD