Logo

গণভোটের ব্যালট হবে গোলাপী, ফেলা হবে একই বক্সে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
9Shares
গণভোটের ব্যালট হবে গোলাপী, ফেলা হবে একই বক্সে
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) শনিবার (১৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে ভোটারদের সুবিধার জন্য গণভোটের ব্যালট রঙ হবে গোলাপী, যেখানে জাতীয় নির্বাচনের ব্যালট সাদা থাকবে। ভোটগ্রহণের শেষে উভয় ব্যালট একই বক্সে ফেলা হবে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গণভোটে ভোটারদের জিজ্ঞাসা করা হবে: ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি ভোটারগণ সম্মতি জানাচ্ছেন কি না (হ্যাঁ/না)’।

বিজ্ঞাপন

প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে-

ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ. আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

বিজ্ঞাপন

গ. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য নির্ধারিত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ভোটগ্রহণ কর্মকর্তারা একই সঙ্গে গণভোট পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

ভোটকেন্দ্র, ভোটার তালিকা ও ভোটারদের ক্ষেত্রেও কোনো ভিন্নতা নেই। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই গণভোটের জন্য ব্যবহার হবে।

ব্যালট ও ভোট পদ্ধতি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, ভোটাররা নির্ধারিত গোপন কক্ষে গিয়ে হ্যাঁ বা না-তে ভোট দেবেন এবং ব্যালট ভাঁজ করে একই বক্সে রাখবেন। পোস্টাল ভোটের ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসৃত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার ও ভোট এজেন্টদের উপস্থিতিতে জাতীয় সংসদ ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD