Logo

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮
6Shares
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন আজ
ছবি: সংগৃহীত

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্টান বিশ্বাস অনুযায়ী, এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন ধর্মটির প্রবর্তক যিশুখ্রিষ্ট। সেই স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন আজ বড়দিন উদযাপন করছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আনন্দ-উৎসব, প্রার্থনা এবং পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

বড়দিন উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জাগুলো সাজানো হয়েছে নতুন সাজে। গত সন্ধ্যা থেকেই গির্জা ও আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়। পাশাপাশি বিভিন্ন তারকা হোটেলেও বড়দিনকে কেন্দ্র করে সাজসজ্জা ও বিশেষ আয়োজন দেখা গেছে।

বিজ্ঞাপন

আজ বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অনেক খ্রিষ্টান পরিবারে ঘরোয়া আয়োজনের অংশ হিসেবে কেক প্রস্তুত ও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংগীত, কীর্তন ও প্রার্থনাসভাও অনুষ্ঠিত হচ্ছে।

বড়দিনকে ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর রীতিও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন।

বিজ্ঞাপন

রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিম ক্রিসমাস ট্রি ও শান্তা ক্লজ স্থাপন করা হয়েছে। বড়দিনের আগের রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আজ সকাল থেকেই গির্জাগুলোতে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিক প্রার্থনা।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করতেই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন ঘটে। বড়দিন সেই বিশ্বাস ও শিক্ষাকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD