কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি ১০ আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে চট্টগ্রাম, ভারতের কলকাতা ও থাইল্যান্ডের ব্যাংককে ঘুরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা প্রয়োজনের তুলনায় কমে যাওয়ায় ঢাকাগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ে নামতে না পেরে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় ফ্লাইটগুলো।
এদিকে অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। পাশাপাশি দোহা, শারজাহ, গুয়াংজু, সিঙ্গাপুর ও বাহরাইন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্বে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে শ্রমিক নেবে থাইল্যান্ড
বিজ্ঞাপন
সংস্থাটি আরও জানায়, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচলের পাশাপাশি নৌ ও সড়ক যোগাযোগেও সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।








