৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: আগামীকাল সাধারণ ছুটি, যা যা খোলা থাকছে
পিএসসি জানায়, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর এক দিনের সাধারণ ছুটি ঘোষিত হওয়ায়, নির্ধারিত সূচি অনুযায়ী যে মৌখিক পরীক্ষা আয়োজন করা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
পিএসসি আরও জানিয়েছে, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
স্মরণযোগ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।








