Logo

খালেদা জিয়া শুধুমাত্র দলের নেতা নন, ছিলেন দেশের নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ২১:১৮
8Shares
খালেদা জিয়া শুধুমাত্র দলের নেতা নন, ছিলেন দেশের নেতা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন দেশের নেতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব‌্য ক‌রেন।

তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন সক্রিয় থেকেছেন। নানা প্রতিকূলতা এবং সংকটময় পরিস্থিতিতেও তিনি কখনো আদর্শ ও নীতির পথ থেকে সরে যাননি।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব কেবল দলীয় সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তার সেবা ও নেতৃত্ব দেশের মানুষের প্রতি ছিল নিবেদিত।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিনের চিকিৎসার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD