Logo

সচিবালয়ে অনধিকার প্রবেশ: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮
সচিবালয়ে অনধিকার প্রবেশ: ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সচিবালয়ের নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশকারী দুইজনকে আটক করা হয়। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া অনুমতিপত্রের মাধ্যমে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আটকদের মধ্যে মো. আলিফ শরীফ অবৈধভাবে সচিবালয় প্রবেশপাস তৈরি ও অন্যদের সহায়তার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। একই ঘটনায় মো. আশিককে সাত দিনের জেল দেওয়া হয়েছে।

এদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মচারী মো. দিদারুল আলমকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ নিয়েও নজরদারি জোরদার করা হয়েছে। স্টিকারবিহীন বা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানানো হয়।

সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD