Logo

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ০৬:২৬
56Shares
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

এবার লিটনকে নিয়ে কথা বলেছেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ব্যর্থ ওপেনার লিটন কুমার দাস। তাই শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। লিটনের বাদ পড়ার জন্য তার ফর্মহীনতাকেই দায়ী করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার লিটনকে নিয়ে কথা বলেছেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ।

রবিবার (১৭ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন এই অলরাউন্ডার। এ সময় লিটনের বাদ পড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকেটা নির্বাচক প্যানেলের আলাদা আলাদা কিছু চিন্তা ভাবনা থাকে। একেক জনের চিন্তা ভাবনা একেক রকমের হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলতে পারবো না। তাদের চিন্তা ভাবনা কী ছিল, তাদের সাথে আমার সেরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক ভালো বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি প্রত্যেক ক্রিকেটারকেই পারফর্ম করতে হবে।’

পারফর্ম না করে ন্যাশনাল টিমে খেলে যাওয়ার কোনও বিকল্প নাই এমন মন্তব্য করেন মিরাজ। তিনি বলেন, পারফর্ম করেই ক্রিকেটারদের খেলতে হবে, আর সেটা প্রত্যেক জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেটা খেলোয়াড়েরই আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এ বিষয়ে। কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেটা নিয়েই কাজ করা উচিত।’

বিজ্ঞাপন

দলের অটোচয়েজ নিয়ে এই অলরাউন্ডার বলেন, জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করেই স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের জন্য না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা দীর্ঘদিন সার্ভিস দিয়েছে। তাদেরও কিন্তু আপস ডাউনস ছিল।

বিজ্ঞাপন

‘আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। খারাপ খেললে আপনিও কিন্তু চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা ক্রিকেটারের ক্ষেত্রেই হতে পারে।’

বিজ্ঞাপন

মেহেদী আরও বলেন, ক্যারিয়ারে সে অনেক ভালো মানের ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয় হয়ে আছে। তবে সে বাদ পড়েছে বিষয়টি ওইরকম কিছু না। আমরা জানি সে কেমন ক্রিকেটার। হয়তো একটু অফফর্মে আছে। আবার খুব দ্রুত সে ন্যাশনাল টিমে ফিরে আসবে, আর এটা আমি বিশ্বাস করি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD