Logo

বৃষ্টির পানিতেই পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ০৬:১৪
80Shares
বৃষ্টির পানিতেই পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন
ছবি: সংগৃহীত

এই অনুসন্ধান সন্ধ্যা পর্যন্ত চলে

বিজ্ঞাপন

৩ দিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টির পানিতে পুরোপুরি নিভে গেছে।

আর কোথাও আগুন ও ধোঁয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সাবধানতার জন্য মঙ্গলবার (৭ মে) সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোঁয়ার অনুসন্ধান কাজ শুরু করেছে বনকর্মী ও স্থানীয়রা। এই অনুসন্ধান সন্ধ্যা পর্যন্ত চলে।

বিজ্ঞাপন

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিভে গেছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি জানান, আগুন সেসব স্থানে ছিল সেখানে সোমবার (৬ মে) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। আজ সকাল থেকে বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন লাগার স্থান আবারও ড্রোনের মাধ্যমে মনিটরিং করা শুরু করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হলেও বনের মধ্যে কোথাও কোনো আগুনের সন্ধান পাওয়া যায়নি। এর পাশাপাশি বনের ভেতরে হেঁটে একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেও কোথাও আগুনের কোনো আলামত পায়নি।

বিজ্ঞাপন

এদিকে, সুন্দরবনে আগুন লাগার প্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি জানিয়েছেন,  আগুন লাগার কারণে বনসম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ খুব দ্রুতই শুরু করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৪ মে) বিকেলে খবর পেয়ে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করে। সর্বশেষ সোমবার (৬ মে) সন্ধ্যা থেকে দেড় ঘণ্টার বৃষ্টির পানিতে বনের আগুন সম্পূর্ণরুপে নিভে গেছে বলে দাবি করেছেন বন বিভাগ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD