সাবেক মেয়রসহ নিষিদ্ধ আ.লীগের আরও ১২ নেতা-কর্মী আটক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রও রয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত হলেও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওপর নজরদারি চালানো হয় এবং পরবর্তীতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের বিস্তারিত নাম ও পরিচয় প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন