Logo

রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২৪
31Shares
রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুপযোগী ডেমু ট্রেন ক্রয় প্রকল্পে প্রায় ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকারি দায়িত্ব পালনের সময় পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রকল্প অনুমোদন নিয়েছিলেন। কোনো ধরনের সঠিক সম্ভাব্যতা সমীক্ষা বা বাস্তবায়নযোগ্যতা যাচাই ছাড়াই ডেমু ট্রেন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে অনুপযোগী, অকার্যকর এবং লোকসানি ট্রেন আমদানি করা হয়, যা বাংলাদেশের রেল অবকাঠামো ও প্রযুক্তির সঙ্গে খাপ খায়নি।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, এই প্রক্রিয়ার মাধ্যমে আসামিরা নিজেদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদেরও অবৈধ সুবিধা দিয়েছেন। এর ফলে রাষ্ট্রের মোট ৫৯৮ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD