Logo

রেলের ইঞ্জিন ক্রয়ে ৩২৪ কোটি টাকা আত্মসাৎ, ৩ জনের বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৮
44Shares
রেলের ইঞ্জিন ক্রয়ে ৩২৪ কোটি টাকা আত্মসাৎ, ৩ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরকারের ৩২৪ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।

বিজ্ঞাপন

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১০টি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন কেনার ক্ষেত্রে অনিয়ম করেন। টেন্ডারের নির্ধারিত শর্ত ভঙ্গ করে এবং ক্রয় চুক্তির স্পেসিফিকেশন পরিবর্তন করে নিম্নমানের ইঞ্জিন সরবরাহ করা হয়।

এমনকি তদারকি সংস্থার মতামত ছাড়াই এবং পিএসআই সনদ ছাড়া এসব ইঞ্জিনকে নিয়ম অনুযায়ী বৈধ দেখানো হয়। এর মাধ্যমে তারা ১ কোটি ৩৬ লাখ টাকার বেশি সরাসরি আত্মসাৎ করেন। পাশাপাশি নিম্নমানের ইঞ্জিন সরবরাহের কারণে সরকারের ৩২২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD