Logo

সাবেক মন্ত্রীর চেকে কোটি টাকার লেনদেন, কর্মকর্তা আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪০
43Shares
সাবেক মন্ত্রীর চেকে কোটি টাকার লেনদেন, কর্মকর্তা আটক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ | ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যুকৃত ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে সাইফুজ্জামান চৌধুরীর সই করা আসল চেকও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়াই তিনি বিপুল পরিমাণ টাকা তুলেছেন।

বিজ্ঞাপন

দুদক চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ৪টি চেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩টি চেকে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংক থেকে ৩টি চেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংকের ১টি চেকে ১০ লাখ টাকা তোলা হয়।

এর আগে গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী, ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলা হয় এবং ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় এসব প্রতিষ্ঠানের নামে টাইম লোন অনুমোদন করানো হয়।

২০২০ সালের ৮ মার্চ ব্যাংকের নিজস্ব ক্রেডিট কমিটির ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করে পরিচালনা পর্ষদ ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেয়। পরে এই অর্থ চারটি হিসাবে স্থানান্তর করা হয় এবং নগদে উত্তোলনের পর বিভিন্ন মাধ্যমে আরামিট গ্রুপের হিসাবে ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD