Logo

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৬
17Shares
শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
শেখ হাসিনা | ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি ও ঋণ জালিয়াতিসহ নানা অনিয়মের অনুসন্ধান চলছে। এরই মধ্যে তাদের বিপুল সম্পদের হদিস মিলেছে। ইতোমধ্যে দেশে-বিদেশে মোট ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং শেয়ার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকার গঠিত ১১টি বিশেষ তদন্ত দল এ অনুসন্ধান চালাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে গঠিত এ তদন্ত কার্যক্রমের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুরক্ষিত কক্ষে তদন্ত সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে।

এ ছাড়া পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা করছে চারটি আন্তর্জাতিক সংস্থা দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (এসটিএআর), ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (আইসিএআর)।

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ব্যাংক হিসাবেই জব্দ করা হয়েছে ১৬৮০ কোটি টাকা ও প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ১৮৮টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে স্থগিত রাখা হয়েছে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার ও অর্থ।

দেশীয় সম্পদের মধ্যে স্থাবর সম্পদ ৯ হাজার ৯৯৯ কোটি টাকা এবং অস্থাবর সম্পদ ৩৬ হাজার ৮০৬ কোটি টাকা। বিদেশে জব্দ করা সম্পদের পরিমাণ ১০ হাজার ৪৫৫ কোটি টাকারও বেশি, যার মধ্যে স্থাবর সম্পদ ৬০৯৭ কোটি এবং অস্থাবর ৪৩৫৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

অভিযোগে সংশ্লিষ্ট শিল্প গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে- আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা, ওরিয়ন, জেমকন, নাবিল গ্রুপ ও সামিট গ্রুপ। এসব গ্রুপের মালিক ও শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদও তদন্তের আওতায় আনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এ তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD