Logo

৪২ কোটি টাকার ঘুষকাণ্ডে সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৯
28Shares
৪২ কোটি টাকার ঘুষকাণ্ডে সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ভয়ভীতি দেখিয়ে বিপুল অর্থ আদায়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যৌথভাবে ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণ, অর্থ পাচার এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে কমিশনের প্রধান কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলায় আসামিরা হলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, রুকমীলার মালিকানাধীন কোম্পানি আরমিটের এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছাবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক সৈয়দ নুরুল ইসলাম এবং রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন কিস্তিতে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেন। পরে এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়, যা মানিলন্ডারিংয়ের আওতাভুক্ত।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার কাছ থেকে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাইফুজ্জামান ও রুকমীলাসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। বর্তমানে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান, তার স্ত্রী এবং ইউসিবিএলের একাধিক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।

ক্ষমতার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ইতোমধ্যে আদালত সাইফুজ্জামান ও রুকমীলার বিরুদ্ধে ইন্টারপোল-এর রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD