ভূমি অফিসে দুর্নীতি: ২ কর্মকর্তাকে লঘুদণ্ড দিয়েছে সরকার

ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে প্রমাণিত অপরাধের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী দুইজন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারকে লঘুদণ্ড দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
লঘুদণ্ডপ্রাপ্তদের একজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার উদয় চন্দ্র চাকমা। তিনি পূর্বে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে দায়িত্ব পালনকালে সাভারের ১০৬ নম্বর মিরেরটেক মৌজার বেশ কয়েকটি অর্পিত সম্পত্তি দাগ ব্যক্তি মালিকানায় রেকর্ড প্রদানের মাধ্যমে বিধি বহির্ভূত কাজ করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্যজন হলেন কেরানীগঞ্জের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হারুনুর রশিদ। তিনি একই মৌজায় সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় রেকর্ড প্রদান করেন। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে চাকরিকালের বাকি সময়ের জন্য বেতন গ্রেডের প্রারম্ভিক ধাপে অবনমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের খারিজ সহকারী (ভারপ্রাপ্ত পেশকার) মো. আব্দুল বাছেদ গুরুদণ্ডপ্রাপ্ত হন। তবে আপিলের পর তার শাস্তি কমিয়ে অবশিষ্ট চাকরিকালের জন্য এক ধাপ বেতন কমানোর আদেশ দেয় ভূমি মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
একইভাবে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মো. আব্দুর রশিদকেও দুর্নীতির কারণে বিভাগীয় কমিশনারের কার্যালয় দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার শাস্তি দেয়। কিন্তু আপিলের পর ভূমি মন্ত্রণালয় শাস্তি হ্রাস করে তাকে এক বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার আদেশ জারি করে।