‘ত্রিভুজ প্রেমের জেরে পরিকল্পিত খুনের শিকার জবি শিক্ষার্থী’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার পেছনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, এটি ছিল এক ত্রিভুজ প্রেমের জটিল সম্পর্কের জেরে পরিকল্পিত খুন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, টিউশনির ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায় খুন হন জুবায়েদ। বর্ষা মূলত মাহীর নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরবর্তীতে জুবায়েদের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে তার। দুইজনের সঙ্গে সম্পর্ক রাখায় শুরু হয় জটিলতা। মাহীর বিষয়টি জানতে পারার পর তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।
বিজ্ঞাপন
তবে কিছুদিন পর বর্ষা নিজেই মাহীরকে উস্কানি দিয়ে বলে, ‘জুবায়েদকে না মারলে তুমি আমাকে পাবে না।’ এরপর বর্ষা ও মাহীর মিলে ২৫ সেপ্টেম্বর হত্যার পরিকল্পনা করে। এ সময় তারা দুটি সুইচ গিয়ার চাকু কিনে পরিকল্পনা অনুযায়ী জুবায়েদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “এটি আলোচিত মিন্নি ঘটনার মতোই এক ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি।”
লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানান, হত্যার সময় বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বংশাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ছাত্রী বর্ষা, তার প্রেমিক মাহীর রহমান ও সহযোগী ফারদীন আহম্মেদ আয়লানসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ অক্টোবর বিকেলে জুবায়েদ টিউশন পড়াতে গিয়ে নিহত হন। সন্ধ্যায় একাধিক বার্তা ও কলের মাধ্যমে খবরটি পরিবারে পৌঁছায়। পরে জুবায়েদের ভাই ঘটনাস্থলে গিয়ে ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান এবং তৃতীয় তলায় গিয়ে জুবায়েদের গলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নিহত জুবায়েদ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। সোমবার রাতে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।