Logo

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৯:৪২
14Shares
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করে দুদকের একটি বিশেষ দল। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।

তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা চলমান রয়েছে। এই মামলায় গ্রেপ্তারের পর বিকেলে তাকে ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুদকের কর্মকর্তারা জানান, নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যানসহ একাধিক সাবেক পরিচালক ও কর্মকর্তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্ত করছে দুদক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD