Logo

জামায়াতের অফিস ভাঙচুর, সাংবাদিক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২৫ অক্টোবর, ২০২৫, ২০:২৬
96Shares
জামায়াতের অফিস ভাঙচুর, সাংবাদিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যাচেষ্টা ও দলটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে উপজেলার রাজমতি সুপার মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহ আলম সরকার সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, শাহ আলম সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সাজুকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, সাংবাদিকতার আড়ালে শাহ আলম সাজু গত ১৬ বছরে স্থানীয় রাজনীতিকদের ঘনিষ্ঠ হয়ে অবৈধ সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। এছাড়া ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রতি বিতর্কিত মন্তব্য করে আসছিলেন।

বিজ্ঞাপন

তবে সাজুর গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার বলে দাবি করেছেন। আবার কেউ বলছেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জামায়াতের অফিস ভাঙচুর, সাংবাদিক গ্রেফতার