সেটেলমেন্ট কর্মকর্তা এনায়েতুরের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার
এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এনায়েতুর রহমান নিজের নামে এক কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদ তিনি গোপন করেছেন।
বিজ্ঞাপন
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এনায়েতুর রহমান স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে এক কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা প্রদর্শন করেছিলেন। কিন্তু যাচাইয়ে দেখা গেছে, তার নামে ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬৬২ টাকার সম্পদ রয়েছে। অর্থাৎ ঘোষিত সম্পদের তুলনায় ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদ গোপনের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ১ কোটি ৯৯ হাজার ২৫৭ টাকার সম্পদের বৈধ উৎসও শনাক্ত করা যায়নি।
দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করেছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








