Logo

বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় জামায়াতের আমির গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৭ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৭
বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় জামায়াতের আমির গ্রেফতার
ছবি: সংগৃহীত

বরগুনা জেলার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব একটি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটা উপজেলায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে মামলার আসামি হওয়ায় বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে শুক্রবার দিবাগত গভীর রাতে পাথরঘাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে আরও ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালামসহ কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মী এবং পাথরঘাটা পৌর জামায়াত ও ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী গুরুতর আহত হন। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সেলিম বেপারীর স্ত্রী শাহানাজ পারভীন ১৪ জানুয়ারি পাথরঘাটা থানায় ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় বজলুর রহমানকে ৫ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

অন্যদিকে বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ দাবি করেন, সংঘর্ষের ঘটনায় জামায়াতের পক্ষ থেকেও থানায় মামলা করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, পাল্টাপাল্টি মামলার পর বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে পৌর জামায়াতের আমিরসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD