রায়পুরে মেসার্স বন্ধন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

যথাযথ নিয়ম অনুসরণ না করে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অযৌক্তিকভাবে দাম বাড়ানোর অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রায়পুর উপজেলার মেসার্স বন্ধন ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত বিধি অনুসরণ না করে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় রায়পুর মডেল থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয় জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








