Logo

আমান-গয়েশ্বর আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ২২:১২
58Shares
আমান-গয়েশ্বর আটক
ছবি: সংগৃহীত

পরে অতিরিক্ত পুলিশ এসে আমানকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে।

বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে, গাবতলীতে অবস্থান কর্মসূচির প্রস্তুতিকালে বাধার মুখে পড়েছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পরে গাবতলী বাস টার্মিনাল খালেক সেন্টারে সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের নেতৃত্বে মিছিল এগোতে চাইলে দলটির কয়েকজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় আমানকে পুলিশ সরে যেতে বললেও তিনি নেতাকর্মীদের নিয়ে খালেক সেন্টারে সামনে অবস্থান নেন। পরে অতিরিক্ত পুলিশ এসে আমানকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাথায় পানি দিয়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD