ক্ষমতা হারানোর ভয়েই শিক্ষার্থীদের ওপর এই হিংস্র হামলা: ফখরুল

আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি
বিজ্ঞাপন
বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব বলেন, “শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি পেতেই হবে। আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঢাবিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
তিনি আরও বলেন, “ক্ষমতা হারানোর ভয়েই এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করলো, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে। এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়।”
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন