Logo

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় দেশের জনগণ: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৪, ২৩:১০
68Shares
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় দেশের জনগণ: ফখরুল
ছবি: সংগৃহীত

তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এ দেশের সাধারণ জনগণ

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এ দেশের সাধারণ জনগণ।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের কোনো ঠাঁই নেই। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল বিভিন্ন চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজিসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এ সময় গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ দলীয় নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় দেশের জনগণ: ফখরুল