Logo

নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে: নুর

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৪, ০২:৩১
53Shares
নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে: নুর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

নতুন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সড়কের নিচে এক পথসভায় তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

নুর বলেন, “আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে ভারতসহ বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ভেতরেও নানা লক্ষণ দেখা যাচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ঠাঁই দেওয়া হবে না। এর দোসরদের ঠাঁই দেওয়া হবে না। নতুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।”

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “বাংলাদেশে নির্বাচন এবং মুক্তচিন্তা করার অধিকার ছিল না। রাজনীতিকে দুর্বৃত্তায়নে পরিণত করেছিল। আমরা এ অবস্থার পরিত্রাণ ঘটাতে পেরেছি।”

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, “আওয়ামী লীগ অতীতের মতো ২১ বছর ক্ষমতায় এসে ফের ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে দেশকে ধ্বংস করেছে। আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।”

বিজ্ঞাপন

এই পথসভায় গণঅধিকার পরিষদ গাজীপুরের আহ্বায়ক পাঠান আজহার, পরিষদের নেতা মনির মোল্লা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD