Logo

চিন্ময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে: মামুনুল হক

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৪, ০৩:৩৮
35Shares
চিন্ময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে: মামুনুল হক
ছবি: সংগৃহীত

চিন্ময়কে রিমান্ডে নিলে সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে: মামুনুল হক

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ভারত বয়কটের হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বলেন, তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু!

তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উসকানি দিয়েছে। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে, তাহলে সেটা মেনে নেয়া হবে না।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

মামুনুল হক বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

খেলাফত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD