খালেদা জিয়ার সঙ্গে যে আলোচনা করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বিজ্ঞাপন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসহাক দারের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বৈঠক শেষে ডা. জাহিদ হোসেন জানান, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের সম্পর্ক কীভাবে আরও স্বাভাবিক করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান। একইসঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এএস








