‘বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে নতুন ফ্যাসিজমের জন্ম হবে’

বিদ্যমান রাষ্ট্র কাঠামোর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে নতুন করে ফ্যাসিজমের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সবসময় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রগতি দেখতে চায়। কিন্তু রাজনৈতিক প্রভাব ও বিশেষ মহলের হস্তক্ষেপে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে। ড. ইউনূস গত ৫ আগস্ট যে জুলাই ঘোষণা দিয়েছিলেন, সেখানে জনআকাঙ্ক্ষা বিরোধী কিছু বিষয় যুক্ত হয়েছে বিশেষ মহলের প্রভাবে। তাই নির্বাচন শুরুর আগেই তা সংশোধনের আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টার উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাষ্ট্র কাঠামোর সংস্কার করা হবে। অথচ কেউ কেউ এখন বলছে, আগামী সরকার এলে তা মুছে দেবে। এটি স্পষ্ট দুরভিসন্ধির ইঙ্গিত। অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত সরকার। তাই ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে আপনাকে সবার সঙ্গে আলোচনা করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আবারো ফ্যাসিজমের জন্ম হবে, নতুন করে আরেকটি হাসিনা তৈরি হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ায় জনগণের আস্থা সংকটে পড়েছে। আলোচনায় বসা হলেও কোনো কার্যকর সমাধান আসছে না, বরং সরকার চাপের মুখে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে।
পরওয়ার জানান, “আমাদের আন্দোলন রাজনৈতিক সংগ্রামের অংশ। জরিপে ৭০ শতাংশ মানুষ পিআর ব্যবস্থার পক্ষে মত দিয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি- গণভোট দিন। জনগণ যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সরকারকেও তা মানতে হবে। আর যদি জনগণ না চায়, তবে আমরাও সেই সিদ্ধান্ত মেনে নেব।”