Logo

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৭
84Shares
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ঘিরে দেওয়া মন্তব্য প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

হান্নান মাসউদ লিখেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোন আপস নয়।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, “আওয়ামীলীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নিবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না। অবিলম্বে আওয়ামীলীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।”

এর আগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যেকোনো সময় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।”

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার এ বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় হান্নান মাসউদ প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানালেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD