Logo

আবারও ইসির কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দিল এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১৭:৩৫
11Shares
আবারও ইসির কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দিল এনসিপি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবারও তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে চিঠি পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে, যেখানে সাতটি প্রতীকের নমুনা সংযুক্ত করে দলটি শাপলা প্রতীক সংরক্ষণের আবেদন পুনরায় জানায়।

চিঠিতে এনসিপি জানায়, শাপলা প্রতীক বাংলাদেশের জনগণের সঙ্গে দলটির একটি গভীর আবেগ ও পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। তাই কমিশনের প্রস্তাবিত তালিকা থেকে অন্য কোনো প্রতীক বেছে নেওয়া তাদের জন্য সম্ভব নয়।

বিজ্ঞাপন

এনসিপি তাদের চিঠিতে ইসির সঙ্গে পূর্ববর্তী আলোচনার বিবরণও উল্লেখ করেছে। দলটির দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী নতুন প্রতীক তালিকাভুক্তির উদ্যোগ নেয় ইসি। এ সময় মোট ১৫০টি প্রতীকের প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয় এবং গত ৪ জুন ইসির একজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে এনসিপিকে আশ্বস্ত করা হয়েছিল যে, চূড়ান্ত তালিকায় ‘শাপলা’ প্রতীক রাখা হবে।

এরপর ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিল করে এবং শাপলা প্রতীক সংরক্ষণের আবেদন জানায়। ৩ আগস্ট দলটি শাপলাকে প্রথম, সাদা শাপলাকে দ্বিতীয় ও লাল শাপলাকে তৃতীয় পছন্দ হিসেবে উল্লেখ করে চিঠি পাঠায়। কিন্তু ২৪ সেপ্টেম্বর ও ৩ আগস্টের আবেদনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়েই ৩০ সেপ্টেম্বর কমিশন একটি চিঠি পাঠায় বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির দাবি, এই সিদ্ধান্ত বিধিসম্মত হয়নি।

চিঠিতে এনসিপি উল্লেখ করেছে, দেশের ১০১ জন সিনিয়র আইনজীবী ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পূর্বে মতামত দিয়েছেন যে, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই। এমনকি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও এনসিপির পক্ষে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

এনসিপির অভিযোগ, প্রতীক বরাদ্দে ইসি ‘বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী আচরণ’ করছে। দলটির দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে তাদের নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব করছে এবং শাপলা প্রতীক না দিয়ে নির্বাচনি কার্যক্রম থেকে দলটিকে বঞ্চিত করছে। এর ফলে ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সবশেষে এনসিপি নির্বাচন কমিশনের কাছে আশা প্রকাশ করেছে, ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার ৯(১) ধারা সংশোধন করে তাদের জন্য ১. শাপলা, ২. সাদা শাপলা বা ৩. লাল শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা পূর্ণাঙ্গভাবে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে পারে।

বিজ্ঞাপন

এনসিপির চিঠি ও নতুন প্রস্তাবিত প্রতীক দেখতে এখানে ক্লিক করুন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD