হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্য বিকৃত করে ছড়ানো হয়েছে: রাশেদ খান

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, তার দেওয়া বক্তব্যের একটি অংশ বাদ দিয়ে বিভ্রান্তিকরভাবে তা প্রকাশ করায় জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন, এমনকি আমরা নাকি ঐক্যমত কমিশনে আচরণের মাধ্যমে সেই ষড়যন্ত্রে অংশ নিচ্ছি। আসলে বিষয়টি পুরোপুরি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বক্তব্য ছিল- শেখ হাসিনা চায় আমাদের মধ্যে বিভাজন তৈরি হোক, আর আমরা অনিচ্ছাকৃতভাবে সেই পথে হাঁটছি। কিন্তু কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ এই বক্তব্যের মূল অংশ বাদ দিয়ে এমনভাবে প্রচার করছে, যেন আমি উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছি।”
বিজ্ঞাপন
এর আগে, বুধবার রাশেদ খানের একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন। তবে রাশেদ খান স্পষ্ট করেছেন, তিনি আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের কথাই বোঝাতে চেয়েছিলেন, নিজে এমন কোনো দাবি করেননি।
তিনি পোস্টে আহ্বান জানান, “দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা উচিত। আংশিক বক্তব্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ করছি।”